প্রধান শিরোনামব্যাংক-বীমাশিল্প-বানিজ্য
যমুনা ব্যাংক এখন পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক
ঢাকা অর্থনীতি ডেস্কঃ শরিয়াহভিত্তিক পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক হিসেবে অনুমোদন পেল বেসরকারি খাতের যমুনা ব্যাংক লিমিটেড।
বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ৪০৩তম বোর্ড সভায় যমুনা ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুমতি দেওয়া হয়।
সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।
তিনি বলেন, একই সভায় প্রস্তাবিত স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের অনুকূলে আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩ এর আওতায় ব্যবসা পরিচালনার জন্য লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিত সিটিজেন ব্যাংক লিমিটেডের অনুকূলে ইস্যু করা লেটার অফ ইনটেন্টের শর্তাবলী পূরণের সময় বাড়ানো হয়েছে।
সিরাজুল ইসলাম বলেন, এর আগে বাংলাদেশ ব্যাংকের ৪০২তম সভাতে স্ট্যান্ডার্ড ব্যাংক ও এনআরবি গ্লোবাল ব্যাংক পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিংয়ে যুক্ত করা হয়েছে।
বর্তমানে বাংলাদেশে ইসলামী ধারার ব্যাংক আটটি। স্ট্যান্ডার্ড, এনআরবি গ্লোবাল এবং যমুনা ব্যাংক যুক্ত হলে বাংলাদেশে ইসলামী ধারার ব্যাংকের সংখ্যা দাঁড়াবে ১১টিতে।
সংশ্লিষ্টরা বলছেন, বিশেষ কিছু সুবিধা পাওয়ার জন্যই ইসলামী ব্যাংকিংয়ের দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা।
/আরএম