দেশজুড়েপ্রধান শিরোনাম

যখনই যেটা প্রয়োজন আমরা করে যাচ্ছি, তাহলে অভিযোগটা কোথায়?- প্রধানমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মুজিববর্ষে সংসদের বিশেষ অধিবেশনে সাধারণ প্রস্তাবের আলোচনায় সংসদে তিনি বলেন, “এরই মধ্যে আপনি দেখেছেন মাননীয় স্পিকার, কোনো কথা নাই, বার্তা নাই, হঠাৎ কয়েকটি বাসে আগুন দিয়ে অগ্নিসন্ত্রাস। কেন? কী স্বার্থে?কীসের জন্য?”

ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণের মধ্যে গত বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে মোট ১১টি বাসে আগুন দেওয়া হয়।

বাস পোড়ানোর জন্য বিএনপিকে দায়ী করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। অন্যদিকে বিএনপি দাবি করছে,তাদের ফাঁদে ফেলতে ক্ষমতাসীনরাই বাস পুড়িয়েছে।

“ইলেকশনের দিন ইলেকশনও করে না, এজেন্টও দেয় না,কিছুই করে না। মাঝ পথে ইলেকশন বয়কটের নাম দিয়ে, এরপর বাসে আগুন দিয়ে একটা পরিস্থিতির সৃষ্টি করতে চায়। এটার উদ্দেশ্যটা কী?”

করোনাভাইরাস মহামারী মোকাবেলার পাশাপাশি অর্থনীতির গতি ধরে রাখতে সরকারের কাজ করে যাওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “আমাদের বাজেটের প্রায় ৪ শতাংশের উপর আমরা প্রণোদনা … টাকা পয়সা … যত যেখানে যা দরকার, আমরা দিয়ে মানুষের জীবনযাত্রা যেন সচল থাকে, সেই ব্যবস্থা নিচ্ছি।

“আমরা চিকিৎসার ব্যবস্থাও নিচ্ছি। আজকে ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে। আমরা এডভান্স টাকা-পয়সা দিয়ে ইতোমধ্যেই ভ্যাকসিন কেনার ব্যবস্থা করে রেখেছি, যাতে যখনই চালু হবে, তখনই যেন আমরা এটা নিতে পারি।”

“যখনই সেটা প্রয়োজন আমরা কিন্তু করে যাচ্ছি। তাহলে অভিযোগটা কোথায়? সেটাই তো সব থেকে বড় প্রশ্ন।”

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close