আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
ময়লার ব্যবসায় ভাগ বসাতে গিয়ে কুপোকাত আশুলিয়ার স্বেচ্ছাসেবকলীগ নেতা
নিজস্ব প্রতিবেদক: ঢাকার আশুলিয়ায় থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলামকে ময়লা অপসারণের ব্যবসায় চাঁদা দাবি করায় আটক করেছে পুলিশ। কিছুদিন আগেই তার ইয়াবা সেবনের দৃশ্য ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরেই দলীয় পদ হারান তিনি।
শনিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বহিষ্কৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম শিকদার আশুলিয়ার ভাদাইল এলাকার জামাল শিকদারের ছেলে। তার বিরুদ্ধে বিভন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, সাইফুল ইসলাম শিকদারের বিরুদ্ধে ময়লার ব্যবসায় ভাগ বসানোর চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে আটক করা হয়েছে।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক মোঃ এমদাদুল হক বলেন, আটকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল রোববার তাকে আদালতে পাঠানো হবে।
/আরএম