করোনাকৃষি

মৎস্য মন্ত্রণালয়ের উদ্যোগে ১৭৬ কোটি টাকার দুধ, ডিম ও পোল্ট্রি বিক্রি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনা সংকটে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে দুধ, ডিম ও পোল্ট্রি বিক্রিতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। একইসঙ্গে উদ্যোগটি খামারি ও ভোক্তাদের নিকট প্রশংসিত হচ্ছে।

প্রাণিসম্পদ দপ্তরসমূহের তত্ত্বাবধানে গত ২৫ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত একসপ্তাহে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সারাদেশে খামারিগণ তাদের উৎপাদিত ১৭৬ কোটি ২৭ লাখ ৭০ হাজার ৪৮ টাকার দুধ, ডিম ও পোল্ট্রি বিক্রি করেছে। এর মধ্যে ১ কোটি ২৯ লাখ ৭৩ হাজার ৭ শত ৬ লিটার দুধ, ৫ কোটি ৫২ লাখ ১৩ হাজার ৯ শত ৩১টি ডিম, ৬৬ লাখ ২ হাজার ৩ শত ৬৯টি মুরগি এবং ৫ লাখ ৭৫ হাজার ৭ শত ৮৮টি অন্যান্য পণ্য বিক্রি হয়েছে।

এ সংক্রান্ত একটি প্রতিবেদন শুক্রবার প্রাণিসম্পদ অধিদফতরে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল দেশের প্রান্তিক পর্যায়ের চাষী, খামারি এবং উদ্যোক্তাদের উৎপাদিত মাছ, দুধ, ডিম ও পোল্ট্রি সুষম সরবরাহ ও বাজারজাত করার উদ্যোগ গ্রহণের জন্য সকল জেলা ও উপজেলায় কর্মরত মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

করোনা পরিস্থিতিতে বাজারজাতকরণ সংকটে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত উৎপাদক, খামারি ও উদ্যোক্তাদের কথা মাথায় রেখে এবং ভোক্তাদের প্রাণিজ পণ্য প্রাপ্তির চাহিদা বিবেচনা করে এ নির্দেশনা প্রদান করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন, উদ্যোক্তা ও খামারিদের সহযোগিতায় স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে এ উদ্যোগ গ্রহণের জন্য বলা হয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

/আরএম

Related Articles

Leave a Reply

Nejlepší tipy a triky pro domácnost, vaření a zahradničení na jednom místě! Naše stránka vám nabízí užitečné články a návody, které vám pomohou zlepšit váš každodenní život. Užijte si naše recepty na lahodná jídla a naučte se rady a triky pro úspěšné pěstování zeleniny ve vašem vlastním zahradě. Buďte inspirací pro své okolí s našimi užitečnými nápady a informacemi. Zlepšete svůj životní styl s naší pomocí! Jeho zdání klamu: tuto hádanku rozluští jen ti nejpozornější lidé Jak lidé s nadlidským zrakem zachrání psa v optickém klamu Jak připravit lahodné palačinky s Co se v parku děje špatně: Záhadné hádanky: najděte Hledání citronu: rychlá hádanka pro ostříží zrak Otestujte svou inteligenci: jen 1 Jen génius a jeho mimořádná Hádanka vývoje: Jak Mentální titán našel ponožku bez Optický klam: Geniální výzva: najděte chybu za 11 sekund!" Získejte skvělé tipy a triky pro zlepšení svého životního stylu na našem webu! Naše stránka nabízí skvělé recepty, užitečné rady a inspirativní články o zahradničení. Buďte inspirativní a žijte plným životem s našimi nápady a doporučeními. Sledujte nás a buďte neustále informováni o nejnovějších tématech, které vás zajímají!
Close
Close