বিনোদন

‘মোস্ট ইনস্পায়ারিং এশিয়ান ওম্যান’, মনোনীত আলিয়া

ঢাকা অর্থনীতি ডেস্ক: টেলিভিশন চ্যানেলের পিপল চয়েস অ্যাওয়ার্ড ২০১৯, ‘দ্যা মোস্ট ইন্সপায়ারিং এশিয়ান ওম্যান’- ক্যাটাগরিতে একমাত্র ভারতীয় হিসাবে মনোনীত আলিয়া ভাট। আলিয়া ছাড়াও এই তালিকায় আরও ৭ জনের নাম রয়েছে। তবে তাঁরা কেউই ভারতীয় নন।

বয়স মাত্র ২৬, আর এই বয়সেই বলিউডে অভিনয় জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আলিয়ার। এই নমিনেশনের তালিকায় নাম রয়েছে থাই মডেল চুটিমন চুয়েনগচারোসুকিং, সাউথ কোরিয়ান গায়ক সি এল, সাউথ কোরিয়ান অভিনেতা ইয়াং-ইউ-মি, প্রায়া লুন্ডবার্গ, রালিন শাহ, ইউনা, জো ডনগিউ-এর। এই ৭ জনের মধ্যে থেকে ভোটাভুটির মাধ্যমে ‘দ্যা মোস্ট ইন্সপায়ারিং এশিয়ান ওম্যান’ হিসাবে একজনকে বেছে নেওয়া হবে। ইতিমধ্যেই ভোটাভুটির জন্য ভোটিং লাইন খুলে দেওয়া হয়েছে। অক্টোবরের ১৮ তারিখ পর্যন্ত এই ভোটাভুটি চলবে।

আগামী ১১ নভেম্বর, অনুষ্ঠিত হবে পিপলস চয়েস অ্যাওয়ার্ড ২০১৯। প্রসঙ্গত, এই মুহূর্তে বাবা মহেশ ভাটের পরিচালনায় ‘সড়ক-২’-এর শ্যুটিংয়ে ব্যাস্ত আলিয়া ভাট।

Related Articles

Leave a Reply

Close
Close