দেশজুড়ে
মোসাদ্দেক ফালুর ৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর ৩৪৩ কোটি টাকার অবৈধ সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে দুদকের পক্ষ থেকে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হয়।
এর আগে দুদক উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান ফালুর সম্পত্তি ক্রোক এবং অবরুদ্ধের আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসামি অসৎ উদ্দেশ্যে, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি করে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তোলেন।