দেশজুড়ে

মোবাইলে ছবি তোলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

ঢাকা অর্থনীতি ডেস্কঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে মোবাইলে ছবি তোলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে জেলার বানিয়াচং উপজেলার বাঘাহাতা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাঘাহাতা গ্রামের আবুল মিয়া একটি সরকারি জমির ছবি তোলে। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান এরশাদ আলীর অনুসারীরা আবুল ছবি তুলতে বাধা দেন। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে মহিলাসহ অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায়  ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান, খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Close
Close