করোনাতথ্যপ্রযুক্তিপ্রধান শিরোনাম
মোবাইলে করোনার জরুরী সেবা নিয়েছেন ৫০ লাখ মানুষ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ মোবাইল ফোনে কোভিড-১৯ সংক্রান্ত সরকারী জরুরী স্বাস্থ্য সেবা পেয়েছেন ৫০ লাখ ৬৫ হাজারের বেশি মানুষ। সরকারের স্বাস্থ্য বাতায়ন, রাষ্ট্রীয় জরুরী সেবা ও আইইডিসিআর পক্ষ থেকে এই সেবা দেয়া হয়। এ সেবা কাজে নিয়োজিত চার হাজারের বেশি স্বাস্থ্যকর্মী।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি এ্যান্ড অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, দেশের ৬৪ জেলা, উপজেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য ৬১৭টি প্রতিষ্ঠান প্রস্তুত করা হয়েছে। এর মাধ্যমে তাৎক্ষণিক প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের সেবা দেয়া যাবে ৩১ হাজারের বেশি মানুষকে। এখন পর্যন্ত কোয়ারেন্টাইনে থেকেছেন দুই লাখ ২৭ হাজারের বেশি। এর মধ্যে এক লাখ ৮২ হাজারের বেশি ছাড় পেয়ে বর্তমানে আছেন ৪৫ হাজারের কিছু বেশি মানুষ।
দিন দিন মোবাইল ফোনে জরুরী স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। তাছাড়া করোনা সেবা সাধারণ ডাক্তারদের কাছে না পাওয়ায় হটলাইনে ফোন করা ছাড়া বিকল্প নেই।
যদিও ফোন বন্ধ পাওয়া, রিসিভ না করার অভিযোগ আছে অনেকের। তবুও যারা সেবা পেয়েছেন তাদের অনেকেই খুশি। সেবা পেয়ে উপকারও হয়েছে অনেকের। তাছাড়া সেবা পাওয়ার সংখ্যা যদি হিসাব করা হয়, তাহলে নেহাত কম বলার সুযোগ নেই। কার্যত ২৪ ঘণ্টাই মোবাইল ফোনে সেবা কার্যক্রম অব্যাহত থাকে। স্বেচ্ছাসেবী হিসেবে করোনা সংক্রমণ সংক্রান্ত তথ্য ও চিকিৎসা সেবা প্রদান হটলাইনে যুক্ত চিকিৎসকের সংখ্যা চার হাজার ৭২ জন।
কোভিড-১৯ থাবায় বাংলাদেশ আক্রান্ত হওয়ার পর থেকে সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে ভীতি ছড়ায়। যা এখনও আছে। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জ¦র, সর্দি ও কাশি করোনার লক্ষণ হলেও সব জ¦র-কাঁশি করোনা নয়। আর করোনায় আক্রান্ত হওয়া মানেই মৃত্যু নয়। এখন পর্যন্ত দেশে যারা আক্রান্ত হয়েছেন এর মধ্যে একটা বড় অংশই ডাক্তারের পরামর্শে বাসায় থেকে সুস্থ হয়েছেন। এজন্য মনোবল দুর্বল করা যাবে না।
তাই রোগীদের কথা শোনতে ও সঠিক পরামর্শ দিতেই সরকারের পক্ষ থেকে ফোনে স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু করা হয়। এমআইএস, আইইডিসিআর-স্বাস্থ্য অধিদফতর এ কার্যক্রম পরিচালনা করে।
সূত্রে জানা গেছে, ১৬২৬৩ (স্বাস্থ্য বাতায়ন) নম্বরে ১৩ মে পর্যন্ত ৩২ লাখ ৬৯ হাজার ৫৪২ জনকে স্বাস্থ্য সেবা দেয়া হয়। রাষ্ট্রীয় জরুরী সেবা নম্বর ৩৩৩ তে ১৫ লাখ ৮৭ হাজার ৬২৩ জন স্বাস্থ্য সেবা পেয়েছেন। আইইডিসিআর (১০৬৫৫) ও ০১৯৪৪৩৩৩২২২- নম্বরে দুই লাখ আট হাজার ৩৯১ জনকে স্বাস্থ্য সেবা দেয়া হয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে মোট ফোন কল আসে ৫০ লাখ ৬৫ হাজার ৫৫৬টি।
গত ১৩ মে পর্যন্ত প্রতিষ্ঠানিক আইসোলেশনে দুই হাজার ৪৩৫ জন থাকার কথা জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বলেন, মোবাইল ফোনে স্বাস্থ্য সেবা নিয়ে অনেকে ইতোমধ্যে সুস্থ হয়েছেন। তবে কেউ করোনায় আক্রান্ত হলে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাছাড়া আক্রান্ত হওয়া রোধে সবার স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার বিকল্প নেই বলেও মনে করেন তিনি।
/আরএম