বিশ্বজুড়ে

মোবাইলের ‘রেডিয়েশন ঠেকাতে’ ভারতে এবার গোবরের তৈরি চিপ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মোবাইল ফোনের রেডিয়েশন বা ক্ষতিকর রশ্মি নির্গমন প্রতিরোধে নতুন প্রযুক্তি উদ্ভাবনের দাবি করেছে ভারত। দেশটির একটি সরকারি সংস্থার দাবি, তাদের তৈরি বিশেষ ধরনের চিপ ফোনের মধ্যে রেখে দিলেই এ রেডিয়েশন থেকে বাঁচা যাবে। আর সেই চিপ তৈরি হয়েছে গোবর থেকে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার গোবরের তৈরি এই চিপের উদ্বোধন করেছেন রাষ্ট্রীয় কামধেনু আয়োগের বল্লভভাই কাঠিরিয়া৷

ভারতজুড়ে গোবরজাত পণ্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে কামধেনু দীপাবলী প্রকল্পের সূচনায় এ চিপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

কাঠিরিয়া বলেন, ‘এই রেডিয়েশন চিপ মোবাইলের মধ্যে রেখে দেয়া যায়৷ আমরা দেখেছি, এটি ব্যবহার করলে মোবাইল থেকে ক্ষতিকর রশ্মি নির্গমন অনেক কমে যায়৷ তাই রোগ থেকে বাঁচতে হলে এই চিপ অবশ্যই ব্যবহার করতে হবে৷’

এই ভারতীয়র দাবি, গোবর দিয়ে তৈরি তাদের এই চিপের কার্যকারিতা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত হয়েছে৷

গোবরের তৈরি এই চিপের নাম দেয়া হয়েছে গৌষ্ঠব কবচ৷ রাজকোটের শ্রীজি গোশালা নামে একটি সংস্থা এটি তৈরি করেছে৷

কাঠিরিয়া জানিয়েছেন, ভারতে একটি চিপের দাম রাখা হচ্ছে ৫০ থেকে ১০০ রুপির মধ্যে৷ তার দাবি, গোবরের তৈরি এই চিপ যুক্তরাষ্ট্রেও রপ্তানি করা হয়েছে৷ সেখানে প্রতিটি চিপ ১০ ডলারে বিক্রি হচ্ছে৷

২০১৯ সালে ভারতের কেন্দ্রীয় প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রীয় কামধেনু আয়োগ গঠন করা হয়েছিল৷ সংস্থাটি গরুর সংরক্ষণ, সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে কাজ করে।

সূত্র: নিউজ১৮

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close