দেশজুড়ে

মোট ভোটার ৭০৯, দুটি বুথে ভোট পড়েছে ২৯টি!

ঢাকা অর্থনীতি ডেস্ক: নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ কেন্দ্রের ভোটার সংখ্যা ৭০৯। কিন্তু ৮ ঘণ্টায় দুটি বুথে ভোট পড়েছে মাত্র ২৯টি। এমন ভোটে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

রোববার (২৮ নভেম্বর) নাটোরের বাগাতিপাড়া উপজেলার ৫টি ও লালপুর উপজেলার ১০ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তার কেন্দ্রে ৭০৯টি ভোট থাকলেও নির্ধারিত সময় পর্যন্ত ভোট পড়েছে মাত্র ২৯টি। ওই কেন্দ্রে চেয়ারম্যান পদের ৪ প্রার্থীর মধ্যে ৩ জন ভোট পেলেও একজন কোনো ভোটই পাননি।

প্রিসাইডিং অফিসার আরও জানান, এর মধ্যে ১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে আওয়ামী লীগের মাহাবুর ইসলাম মিঠু পেয়েছেন ৯ ভোট। এছাড়া বাকি ৩টি ভোট পেয়েছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আরশেদ আলী।

Related Articles

Leave a Reply

Close
Close