বিশ্বজুড়ে
‘মোটা নারীরা স্বর্গে যাবে না’, ধর্মযাজককে মঞ্চ থেকে ধাক্কা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ধর্মীয় অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এক ধর্মযাজক নারীদের সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে বলছিলেন: ‘মোটা নারীরা স্বর্গে যাবে না।’ এমন মন্তব্যের জেরে তাকে ধাক্কা দিয়ে মঞ্চ থেকে নিচে ফেলে দিয়েছেন ক্ষুব্ধ এক নারী।
ব্রাজিলের সাও পাওলোর এক ধর্মীয় অনুষ্ঠান চলার সময় এ ঘটনা ঘটে। পরে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ওই ভিডিওতে দেখা যায়, ধর্মীয় অনুষ্ঠানে যাজক বক্তব্য দেয়ার সময় এক নারী দ্রুত মঞ্চে উঠে আসেন। বক্তব্যের মধ্যেই ওই যাজককে সজোরে ধাক্কা মেরে মঞ্চ থেকে ফেলে দেন।
এ ঘটনার পরপরই উপস্থিত লোকজন দাঁড়িয়ে যান। একপর্যায়ে স্থানীয় পুলিশ ওই নারীকে আটক করে। এরপর ধর্মযাজক আবারও ধর্মীয় বক্তৃতা চালাতে থাকেন বলে চার্চের এক টুইটে জানানো হয়।
এমন কাণ্ডের পর ওই নারী দাবি করেন: ওই যাজক বলেছেন, মোটা নারী স্বর্গে যাবে না। এতে ক্ষুব্ধ হয়ে আমি এ কাজ করেছি।
ব্রাজিলের রোমান ক্যাথলিক সম্প্রদায়ের মধ্যে খুবই সুপরিচিত যাজক হলেন মার্সেলো রোসি। যাজক রোসি ওই ঘটনার পর বলেন: চিন্তার কোনো কারণ নেই, আমি ভালো আছি। তবে কিছুটা ব্যথা রয়েছে।
তবে যাজককে ধাক্কা দেয়া নারীর এক বন্ধু পুলিশকে জানিয়েছেন: তিনি মানসিকভাবে কিছুটা সমস্যায় ছিলেন।