দেশজুড়েপ্রধান শিরোনাম

মোটরসাইকেল চালানোর সময় ফোনালাপ, দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

ঢাকা অর্থনীতি ডেস্ক:নওগাঁর রাণীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় নোমান আহম্মেদ (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) সকালে এ দুর্ঘটনায় আহত হওয়ার পর শনিবার দুপুরে তার মৃত্যু হয়।

নিহত নোমান আহম্মেদ রাণীনগর উপজেলার কালিগ্রাম ইউনিয়নের রাতোয়াল রাখালগাছী গ্রামের আব্দুল জলিল প্রামানিকের ছেলে। সে আবাদপুকুর মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র।

স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৮টার দি‌কে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে রাতোয়াল বাজারে যাচ্ছিলো নোমান। মোটরসাইকেল চালানোর সময় তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ সময় বাজারের কাছাকাছি রাস্তায় একটি ছাগলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় সে। এতে মাথায় ও শরীরে বিভিন্ন জায়গায় জখম হয়। তাকে উদ্ধার করে প্রথমে রাণীনগর পরে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর রাতেই বগুড়া থেকে ঢাকায় স্থানান্তর করা হলে ঢাকায় আনার পর শনিবার দুপ‌রে মারা যায় সে।

Related Articles

Leave a Reply

Close
Close