দেশজুড়ে

মোটরসাইকেল চালক নিহতের গুজব ছড়িয়ে গাড়ি ভাংচুর-আগুন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহতের গুজবে ব্যাপক ভাংচুর চালিয়ে গাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। তারা সড়ক ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়। এ সময় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ওই চালকের নাম আশরাফুল ইসলাম পলাশ (৩৪)। তিনি চুয়াডাঙ্গা শহরের সাতগাড়ি এলাকার মুকুল মণ্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে কর্মস্থলের উদ্দেশ্যে বের হন আশরাফুল। সকাল সাড়ে সাতটার দিকে শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সড়কের উল্টো দিক দিয়ে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন পলাশ। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেন।

এদিকে দুর্ঘটনার পরপরেই আহত পলাশের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত বাসটি আটক করে ব্যাপক ভাংচুর চালায়। এ সময় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বাসটি। সড়কে ব্যারিকেড দিয়ে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, বাসটির বেপরোয়া গতি ও উল্টোপথে চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। আমরা বাসটির চালক ও হেলপারকে আটকের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Related Articles

Leave a Reply

Close
Close