আমদানি-রপ্তানীপ্রধান শিরোনামশিল্প-বানিজ্য
মোংলা বন্দরকে কেন্দ্র করে চাঙ্গা হবে অর্থনীতি
ঢাকা অর্থনীতি ডেস্ক: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোকে রাজধানী ঢাকার সাথে সংযুক্ত করছে পদ্মা সেতু। সেতুটি চালুর পর রাজধানী ঢাকা থেকে সবচেয়ে কাছের সমুদ্র বন্দর হবে মোংলা বন্দর। ফলে দেশি-বিদেশি ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক স্বার্থেই মোংলা বন্দরে বিনিয়োগ করবে বলে প্রত্যাশা করছে বন্দর কর্তৃপক্ষ।
আর এ বিনিয়োগ পাল্টে দিতে পারে দেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতির সার্বিক পরিস্থিতি।
বন্দর কর্তৃপক্ষ জানায়, পদ্মা সেতুর ওপর দিয়ে যান চলাচল শুরু হলে মোংলা বন্দরের কর্মব্যস্ততা কয়েকগুণ বেড়ে যাবে। আমদানি-রপ্তানি কাজে গতিও বাড়বে। নতুন নতুন শিল্পকারখানা গড়ে উঠলে চাপ বাড়বে বন্দরের। এ বিষয়টি বিবেচনায় রেখে গত কয়েকবছর ধরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানো হয়েছে।
বন্দরের সক্ষমতা আরও বাড়াতে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন, দুটি জেটি নির্মাণ, পশু নদী চ্যানেলে ইনার বারে ড্রেজিংসহ বর্তমানে ৮টি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। চলমান এ প্রকল্পের কাজ সম্পন্ন হলে মোংলা বন্দরের সক্ষমতা কয়েকগুণ বৃদ্ধি পাবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ।
মোংলা বন্দরের চেয়ারম্যান জানান, দেশের বড় বড় পোশাক কোম্পানিগুলো মোংলা বন্দর ব্যবহার করে পণ্য আমদানি-রপ্তানিতে আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে বন্দরকর্তৃপক্ষের সাথে বিজিএমইএ নেত্রবৃন্দের বৈঠক হয়েছে। পদ্মা সেতু ব্যবহার হলে ঢাকা থেকে এ বন্দরের দূরত্ব অনেকাংশে কমে আসবে। তাই ব্যবসায়ীরা বাণিজ্যিক স্বার্থেই মোংলা বন্দরে ব্যবহার করবে বলে আশা প্রকাশ করেন এ কর্মকর্তা।