আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

মে দিবসের কর্মসূচী স্থগিত করেছে সাভারে শ্রমিক সংগঠনগুলো (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: করোনা পরিস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় রাখতে মে দিবসের সকল কর্মসূচী বাতিলের ঘোষণা দিয়েছেন সাভার ও আশুলিয়ার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। পাশাপাশি ঘরে বসে ব্যাতিক্রম ভাবে এবারের মে দিবস পালনের আহবান জানান সাধারণ শ্রমিকদের প্রতি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে ৩২ টি শ্রমিক সংগঠনের নেতারা এ ঘোষণা দেন।

এসময় সাইফুল ইসলাম শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, করোনা মোকাবেলায় সামাজিক দুরত্ব বজায় রাখার অনুরোধ জানান।

বৈঠক শেষে শ্রমিক নেতারা জানান, মে দিবস উপলক্ষ্যে সাভার ও আশুলিয়ার কোথাও কোন র‌্যালী সভা সমাবেশ হচ্ছে না। কোন ধরনের জামায়েত হয় এমন সকল আয়োজন থেকে বিরত থাকার জন্য সকল শ্রমিকদের আহবানও জানান তারা।

বৈঠক শেষে শ্রমিক নেতাদের কাছে ৬০০ শ্রমিক পরিবারের জন্য ত্রাণ তুলে দেন মুহাম্মদ সাইফুল ইসলাম।

ভিডিও দেখুন:

Related Articles

Leave a Reply

Close
Close