দেশজুড়ে
মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

ঢাকা অর্থনীতি ডেস্ক: মানিকগঞ্জে মেয়েকে ধর্ষণ চেষ্টার মামলায় আব্দুল জলিল (৫৫) নামের এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকালে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। জলিল উপজেলার কাফাটিয়া এলাকার মৃত আইনুদ্দিন মৌলভীর ছেলে।
পুলিশ ও মামালা সূত্রে জানা যায়, সদর উপজেলার আব্দুল জলিলের মেয়ে প্রবাসী এক ছেলের সঙ্গে বিয়ে হয়। পরে মেয়ের জামাই বিদেশে চলে গেলে বাবার বাড়ি থেকে পোশাক শ্রমিক হিসাবে কাজ করতেন তিনি। গত তিন মাস আগে বাবার বাড়ির একটি ঘরে রাতে একা ঘুমিয়েছিলেন ওই মেয়ে। এসময় মেয়েকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান বাবা। এক পর্যায়ে তার চিৎকারে জলিলের বউ এগিয়ে এলে তিনি পালিয়ে যান।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, ওই ভুক্তভোগী মেয়ে বাদী হয়ে শুক্রবার সকালে থানায় বাবার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন। পরে জলিলকে গ্রেপ্তার করে বিকালেই আদালতে প্রেরণ করা হয়।