দেশজুড়ে

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ ফার্মেসিকে জরিমানা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে নীলফামারীর সৈয়দপুরে পাঁচটি ফার্মেসি মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শহরের সৈয়দপুর প্লাজার নোভা ড্রাগস মালিক জাহানুর রহমানকে ২০ হাজার, স্মৃতি মেডিক্যাল স্টোর মালিক আতাহার হোসেনকে ১৫ হাজার, তুলশিরাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মোড়ে সৌদি ওষুধালয়ের মালিককে পাঁচ হাজার, বঙ্গবন্ধু সড়কের (রংপুর রোড) রাণী ফার্মেসির মালিক রেজওয়ানকে পাঁচ হাজার ও শেরেবাংলা সড়কের ইমরান ফার্মেসির মালিক ইমরানকে ৫ হাজার টাকাসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নীলফামারীর সহকারী পরিচালক মমতাজ বেগম, সৈয়দপুর থানা পুলিশ ও স্যানিটারি ইন্সপেক্টর ছিলেন।

Related Articles

Leave a Reply

Close
Close