বিনোদন

মেহজাবীন শুটিং না করার কারণ জানালেন

ঢাকা অর্থনীতি ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে শুটিং না করার কারণ জানিয়েছেন।

সম্প্রতি দেওয়া ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, ২৮ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত শুটিংয়ের শিডিউল বাতিল করা হয়েছে।
মহামারি করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি ঘটলে কাজে ফিরবেন বলেও জানান এই অভিনেত্রী।

একই সঙ্গে সবাইকে বিধিনিষেধ পালন করার ও ঘরে থাকার অনুরোধও জানিয়েছেন মেহজাবীন চৌধুরী।

এদিকে বৃহস্পতিবার (১ জুলাই) লকডাউনের প্রথম দিন টিভি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন বেশ কয়েকজন অভিনয়শিল্পী, নির্মাতা ও কলাকুশলী।

টেলিভিশন চ্যানেলের অনুমতিপত্র ও প্রশাসনের সহযোগিতায় নাটকের শুটিং আপাতত চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)।

এর আগে বুধবার (৩০ জুন) বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি পরিচালক সোহানুর রহমান সোহান লকডাউনের মধ্যে চলচ্চিত্রের শুটিং বন্ধের ঘোষণা দেন।

Related Articles

Leave a Reply

Close
Close