তথ্যপ্রযুক্তি

মেসেঞ্জারে পাঠানো মেসেজ এডিট করা যাবে

ঢাকা অর্থনীতি ডেস্ক: সম্প্রতি বহুল আকাঙ্ক্ষিত এক সুবিধা নিয়ে এসেছে ফেসবুক (মেটা)। যা শুধু ব্যবহার করা যাবে ফেসবুকের মেসেঞ্জারে। এখন থেকে মেসেঞ্জারে কাউকে পাঠানো মেসেজ সম্পাদনা বা এডিট করা যাবে।

মেসেঞ্জারের নতুন আপডেটে এই সুবিধাটি চালু করেছে মেটা কর্তৃপক্ষ। ফলে, মেসেজ পাঠানোর পরে আনসেন্ড করার আর কোনো প্রয়োজন থাকছে না।

এডিটের ক্ষেত্রে যা করতে হবে তা হলো, প্রথমে পাঠানো মেসেজের ওপর চাপ দিতে হবে। চাপ দিলে সেখানে থ্রি ডটের সাইন নিয়ে ‘more’র একটি অপশন আসবে। এই অপশনে ক্লিক করলেই পাওয়া যাবে ‘edit’ অপশন। তাতে ক্লিক করেই এডিট করা যাবে পাঠানো বার্তাটি।

তবে সেক্ষেত্রে মেসেজ পাঠানোর ১৫ মিনিটের ভেতর সেটাকে সম্পাদনা বা এডিট করতে হবে। এর থেকে বেশি সময় হয়ে গেলে আবার সে মেসেজটি আনসেন্ড করতে হবে। অথবা নতুন মেসেজ পাঠানো যেতে পারে। তবে, তখন আর এডিট করার সুযোগ থাকবে না।

তবে এই সুবিধা শুধু মোবাইল অ্যাপের ক্ষেত্রে প্রযোজ্য। ওয়েবে এখনো এই ফিচারটি অ্যাড করা হয়নি।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close