শিক্ষা-সাহিত্যস্বাস্থ্য
মেডিকেলে চান্সপ্রাপ্ত দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি ফি ও বই দেবে বিডিএফ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ মেডিকেলে চান্স পাওয়া দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি ফি ও প্রথম বর্ষের বইপত্র কিনে দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)। এছাড়াও ফাইনাল প্রফে ভালো ফলাফল করা দরিদ্র শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে সংগঠনটি।
বিডিএফের প্রধান উদ্যোক্তা ডা. নিরুপম দাশ শুক্রবার (১৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভর্তির ফি এবং প্রথম বর্ষের বইপত্রসহ আনুষাঙ্গিক খরচ দেবে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন। টাকার অভাবে ভর্তি হতে পারছে না—এমন তিনজন শিক্ষার্থীর খবর পাওয়া গেছে। এ বিষয়ে যোগাযোগ করার জন্য তাদের কাছে আমাদের নম্বর দেওয়া হয়েছে।’
খবর পাওয়া গেলে মেডিকেলে চান্স পাওয়া আরও দরিদ্র শিক্ষার্থীদের এই খরচ প্রদান করা হবে জানিয়ে তিনি বলেন, ‘এজন্য আমাদের সঙ্গে যোগাযোগ করলেই হবে, কোনো আবেদন করতে হবে না।’
ছাত্রকল্যাণের এ কাজগুলো অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এছাড়াও ফাইনাল প্রফে প্রথম হওয়া শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়া হবে জানিয়ে ডা. নিরুপম দাশ বলেন, প্রফে ভালো রেজাল্ট করার জন্য রাজধানীর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের উম্মে কুলসুম নামে একজন শিক্ষার্থীকে ১৫ হাজার টাকা স্কলারশিপ দেওয়া হয়েছে।
#এমএস