দেশজুড়েপ্রধান শিরোনাম

মেট্রোরেলে ঢিল ছোড়ার ঘটনায় মামলা

ঢাকা অর্থনীতি ডেস্ক: মেট্রোরেলের জানালায় ঢিল ছোড়ার একটি ঘটনা ঘটেছে। এতে মেট্রোরেলের গ্লাস ফেটে গেছে। গত রোববার ঘটা এ ঘটনায় সোমবার (৩ এপ্রিল) রাতে কাফরুল থানায় একটি মামলা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান আজ মঙ্গলবার (২ মে) সকালে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হাফিজুর রহমান বলেন, গত রোববার মেট্রোরেলে ঢিল ছোড়ার ঘটনা ঘটে। গতকাল সোমবার মামলা করা হয়েছে। মামলার পর আমরা ঘটনাস্থলে যাই। রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়ার মাঝামাঝি স্থান থেকে দুপুরে ঢিল ছোড়ার ঘটনা ঘটে। মেট্রোরেল আইন-২০১৫ অনুসারে করা এ মামলায় একাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

ওসি বলেন, ঢিল ছোড়ার ঘটনায় যিনি বা যারা জড়িত, তাদের ধর‍তে পুলিশ, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি), র‌্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) আরও কয়েকটি ইউনিট কাজ করছে। দ্রুতই আমরা আসামিকে গ্রেপ্তার করে ফেলব বলে আশা করছি।

হাফিজুর রহমান আরও বলেন, ওই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। আমাদের ধারণা, পাঁচ-ছয় তলা ভবন থেকে এ ঢিল ছোড়া হতে পারে। এ ধরনের ঘটনা না কি মাঝেমধ্যেই ঘটে। এমনটাই জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Close
Close