দেশজুড়েপ্রধান শিরোনাম
মেজর সিনহার সহকর্মী সিফাতের জামিন মঞ্জুর
ঢাকা অর্থনীতি ডেস্কঃ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের হত্যার ঘটনায় তার সহকর্মী সাহেদুল ইসলাম সিফাতের জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত।
সোমবার টেকনাফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।
মেজর (অব.) সিনহা প্রামাণ্যচিত্র তৈরির জন্য ৩ জুলাই কক্সবাজার এসেছিলেন। এই কাজে তার সহযোগী ছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী সিফাত, শিপ্রা এবং তাদের সহপাঠী তাহসিন রিফাত নুর। প্রামাণ্যচিত্রের প্রযোজক ছিলেন সিনহা। তারা সবাই উঠেছিলেন হিমছড়ি সৈকত তীরের নীলিমা রিসোর্টে।
/এন এইচ