বিশ্বজুড়ে
মেক্সিকোর সকল পণ্যের ওপর ট্রাম্পের শুল্ক আরোপ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ মেক্সিকো থেকে অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণে শক্ত পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো থেকে যেকোনো পণ্য আমদানিতে শুল্ক আরোপ করেছেন ট্রাম্প।
বৃহস্পতিবার (৩০ মে) এক টুইটবার্তায় ট্রাম্প জানান, আগামী ১০ জুন থেকে মেক্সিকো থেকে পণ্য আমদানিতে ৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। মেক্সিকো থেকে অবৈধ অভিবাসন বিষয়টি কোনো সুরাহা না হওয়া পর্যন্ত এই শুল্কহার ক্রমান্বয়ে বাড়তে থাকবে বলেও টুইটে জানান ট্রাম্প।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, ২৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে এই শুল্ক।
ট্রাম্পের শুল্ক আরোপ করাকে ‘ধ্বংসাত্মক’ বলে মন্তব্য করেছেন মেক্সিকোর উত্তর আমেরিকা বিষয়ক শীর্ষ কূটনীতিক জিসাস সিড।
সিড বলেন, ‘এটা (শুল্ক) যদি আরোপ করা হয়, তাহলে আমাদেরও কড়া জবাব দিতে হবে।’
গত ২৪ মে শুক্রবার যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য প্রতিরক্ষা বিভাগ থেকে অর্থ ব্যবহারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছিলেন। এর আগে ট্রাম্প কংগ্রেসকে এড়িয়ে সীমান্ত দেয়াল প্রকল্পে অর্থ সংগ্রহের জন্য জরুরি অবস্থা জারি করেছিলেন।
গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছিল, মেক্সিকোর ওপর শুল্ক আরোপ করতে ‘ইন্টারন্যাশনাল ইমারজেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট’ ব্যবহার করতে পারেন ট্রাম্প।