বিশ্বজুড়ে
মেক্সিকোতে সাংবাদিক হত্যায় গ্রেফতার ৩
ঢাকা অর্থনীতি ডেস্ক: মেক্সিকোর সাংবাদিক লর্ডেস মালডোনাডো রোপেজকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
এর আগে গত ১৭ জানুয়ারি ফটোগ্রাফার মার্গারিটো মার্টিনেজ ও ২৩ জানুয়ারি রিপোর্টার লর্ডেস মালডোনাডো লোপেজকে সীমান্ত শহর টিজুয়ানায় গুলি করে হত্যা করা হয়। এ ছাড়া প্রতিবেদক হোসে লুইস গাম্বোয়া নামে আরেক সাংবাদিক উপকূলীয় রাজ্য ভেরাক্রুজে ১০ জানুয়ারি একটি হামলায় নিহত হন।
দেশটির নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যার কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। গত ২৩ জানুযারি নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় লর্ডেসকে।
একই মাসে চার সাংবাদিককে হত্যার ঘটনায় মেক্সিকোজুড়ে ব্যাপক আলোচনা চলছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ৫০ জনেরও বেশি সাংবাদিকে হত্যা করা হয়েছে দেশটিতে।