বিশ্বজুড়ে
মেক্সিকোতে ট্রেলার-বাস সংঘর্ষে ১৬ জন নিহত
ঢাকা অর্থনীতি ডেস্কঃ মেক্সিকোতে ট্রেলারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ৩৬ জন।
স্থানীয় সময় মঙ্গলবার ভোরে দেশটির মধ্যাঞ্চলের মিয়াহুয়াতলান-কোইক্সটলাহুয়াকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটিতে ৫২ জন আরোহী ছিলেন। নিহতদের মধ্যে ১৫ জন মেক্সিকান এবং একজন ভেনেজুয়েলার নাগরিক। আহত ৩৬ জন যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মেক্সিকোর আইএনএম মাইগ্রেশন ইনস্টিটিউট বলেছে, বাসে ভ্রমণকারী ৫২ জন যাত্রীর মধ্যে ১০ জন ভেনেজুয়েলার নাগরিক ছিলেন। যুক্তরাষ্ট্রে বৈধভাবে প্রবেশের জন্য তাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে।
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেশ সাধারণ ঘটনায়। চলতি মাসের শুরুতে পশ্চিম মেক্সিকোতে মহাসড়ক থেকে একটি বাস খাদে পড়ে ১৮ জন নিহত হন।
গত মাসে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওক্সাকাতে বাস দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছিলেন। এর আগে পৃথক দুটি দুর্ঘটনায় ২৫ জন নিহত হন।
/এন এইচ