আমদানি-রপ্তানীদেশজুড়েশিল্প-বানিজ্য
‘মুরগি ও ডিমের দাম বাড়বে’

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রস্তাবে পোল্ট্রি ফিডের অত্যাবশ্যকীয় কাঁচামাল ‘ভুট্টা’ আমদানিতে অগ্রিম আয়কর এবং ‘সয়াবিন অয়েল কেক’ এর ওপর থেকে রেগুলেটরি শুল্ক প্রত্যাহার না হওয়ায় হতাশা প্রকাশ করেছে পোল্ট্রি খাতের ব্যবসায়ীরা।
এছাড়া সব ধরনের পণ্য আমদানিতে নতুনভাবে ৫ শতাংশ আগাম কর (এ.টি) নেওয়ার কারণে মুরগি ও ডিমের দাম ৭ থেকে ৮ শতাংশ বাড়বে বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা।
বুধবার (১৯ জুন) রাজধানীর মহাখালীর প্যারাগন হাউসে ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ফিআব) এবং ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএবি) যৌথভাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।