দেশজুড়ে

মুনাফার জন্য মানুষের কলিজায় চাকু মারা যাবে না: কৃষিমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্ক: মুনাফার জন্য মানুষের কলিজায় চাকু মারা যাবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। তিনি বলেছেন, বাজারে পণ্যের দাম কেন বাড়ে, এ ব্যাপারে মার্কেটের ওপর গবেষণা করা হবে।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অচিম ট্র্যোস্টার সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী আরও বলেন, মধ্যস্বত্বভোগীরা কীভাবে বাজারে অস্থিরতা সৃষ্টি করে, তা খতিয়ে দেখা হবে। এ নিয়ে গবেষণার পাশাপাশি সব মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দাম নিয়ন্ত্রণের ব্যবস্থা নেয়া হবে।

কোনো জমি খালি থাকবে না উল্লেখ করে আব্দুস শহীদ এ সময় বলেন, উন্নত প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়ানো হবে।

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, দেশটি রফতানিযোগ্য কৃষি পণ্যের মানের ব্যাপারে সহযোগিতা করবে। এক্ষেত্রে কোনো আপস করা হবে না।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close