দেশজুড়ে

মুজিববর্ষের অনুষ্ঠানে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ

ঢাকা অর্থনীতি ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা চত্বরে মুজিববর্ষের অনুষ্ঠান চলাকালে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ক্ষণগণনা অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হন। শুক্রবার (১০ই জানুয়ারি) বিকেল ৫টার দিকে ক্ষণগণনা অনুষ্ঠান চলাকালীন শিবগঞ্জ উপজেলা পরিষদের কাছে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, ক্ষণগণনা অনুষ্ঠানের শুরুতে স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল উদ্বোধনী বক্তব্য শুরু করলে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম সমর্থক নেতাকর্মীরা স্লোগান দিতে থাকে। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তারা আরও বিশৃঙ্খলা তৈরি করে। এতে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় উত্তেজিত নেতাকর্মীরা চেয়ার-টেবিল ভাঙতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেটও ছুড়তে থাকে। পরে নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপিকে নিরাপদে সরিয়ে ইউএনও’র কার্যালয়ে নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে সংসদ সদস্য ডা. সালিম উদ্দিন আহমেদ শিমুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান বলেন, শিবগঞ্জের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close