বিনোদন
মুখ ফিরিয়ে নিয়েছেন রজনীকান্ত, অনুরোধ তাঁর কাছে ‘যন্ত্রণার’ সামিল
ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজনীতিতে না আসার ব্যাপারে সিদ্ধান্ত একবার নেওয়া হয়ে গিয়েছে। সেখান থেকে ফিরে আসার কোনও প্রশ্নই নেই। তাই বারবার অনুরোধ তাঁর কাছে ‘যন্ত্রণার’ সামিল বলে সোমবার জানিয়ে দিলেন রজনীকান্ত। ক্ষমা চেয়েও ভক্তদের একাংশকে কিঞ্চিৎ ভর্ৎসনাই করেছেন তিনি। আবেদন করেছেন, তাঁর উপরে যেন ক্রমাগত চাপ তৈরি করা না হয়।
তিনি রাজনীতিতে আসবেন কি না, তা নিয়ে আগ্রহ ছিল দীর্ঘদিন ধরে। গত বছরখানেক পালে জোরালো হাওয়া লাগে। কারণ রজনীকান্ত নিজে রাজনীতিতে প্রবেশ করা নিয়ে যথেষ্ট ইতিবাচক ভাবে চিন্তাভাবনা করছিলেন। সেইমতো কাজকর্মও এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। অতএব ভক্তকুলের মধ্যেও বাড়ছিল আবেগ এবং উন্মাদনা।
কিন্তু গত ডিসেম্বরে সব কিছুতে আচমকা জল ঢেলে দেন ৭০ বছর বয়সি এই সুপারস্টার। জানিয়ে দেন, রাজনীতির ময়দানে পা তিনি রাখছেন না। তার পর থেকেই ক্রমাগত তাঁর কাছে সিদ্ধান্ত বদলের অনুরোধ আসতে থাকে। ভক্তদের একাংশ তাঁর বাড়ির সামনে পর্যন্ত গিয়ে কাতর অনুরোধ জানাতে থাকেন। মিছিল বেরোয় চেন্নাই-সহ তামিলনাড়ুর বিভিন্ন জায়গায়।
/আরএম