দেশজুড়ে

মুক্তিযোদ্ধার সন্তান সেজে ভাতা আত্মসাৎ, প্রতারক গ্রেফতার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সুনামগঞ্জে ছাতকে ছেলে সেজে এক বীর মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন ও আত্মসাৎ করায় এক প্রতারককে গ্রেফতার করেছে সিআইডি।

গ্রেফতার সন্তোষ পাল দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের গুরেশপুর গ্রামের সাধন পালের ছেলে।

বুধবার সন্ধ্যায় ওই উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, দক্ষিণ সুনামগঞ্জের দরগাপাশা ইউনিয়নের কাবিলাখাই গ্রামের পরিমল পাল একজন বীর মুক্তিযোদ্ধা। দেশ স্বাধীন হওয়ার কয়েক বছর পরই তিনি ও তার দুই ভাই ভারতে চলে যান। দেশে পরিমল পালের স্ত্রী-সন্তান কেউ নেই। এই সুযোগে এ বীর মুক্তিযোদ্ধার ছেলে সেজে দুই লাখ ১০ হাজার টাকা ভাতা উত্তোলন ও আত্মসাৎ করে সন্তোষ পাল। তার মা রেনু বালা পাল জীবিত থাকলেও উত্তরাধিকার সনদে মাকে মৃত দেখিয়ে অন্যের ভাতা উত্তোলন ও আত্মসাৎ করে সে।

সুনামগঞ্জ সিআইডির এসআই সুমন মালাকার জানান, সন্তোষ পাল বীর মুক্তিযোদ্ধার সন্তান নয়। অথচ সে বীর মুক্তিযোদ্ধা পরিমল পালের ছেলে সেজে ভাতা উত্তোলন ও আত্মসাৎ করেছে। এ ঘটনায় মামলা হওয়ায় সন্তোষ পালকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এসব ঘটনায় চলতি বছরের ৫ জানুয়ারি সন্তোষ পালের বিরুদ্ধে দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা করেন পার্শ্ববর্তী সলফ গ্রামের বীর মুক্তিযোদ্ধা গেদা আলীর ছেলে ইসমাইল আলী। মামলাটি তদন্তভার পায় সিআইডি।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close