তথ্যপ্রযুক্তি
মিৎসুবিশির যাত্রীবাহী বিমান বিক্রির আলোচনা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ এনএইচকে বিভিন্ন সূত্রে জানতে পেরেছে মিৎসুবিশি এয়ারক্র্যাফট তার ১০০টি যাত্রীবাহী বিমান বিক্রির ব্যাপারে একটি মার্কিন বিমান চলাচল কম্পনির সাথে আলোচনা করবে।
জাপানি নির্মাতাটি “মিৎসুবিশি স্পেসজেট” নামে দেশে নির্মিত প্রথম যাত্রীবাহী বিমান উন্নয়নের প্রকল্প হাতে নিয়েছে।
মিৎসুবিশি এয়ারক্রাফট ২০২৪ সালে এই বিমানগুলি সরবরাহ করবে। মেসা এয়ারলাইন্সের সাথে চুক্তি সম্পাদিত হলে, এটি হবে ৭০ আসনের স্পেসজেট মডেলের বিমানের প্রথম বড় সংখ্যার বিক্রি।
মার্কিন যুক্তরাষ্ট্রে এই সাইজের যাত্রীবাহী বিমানের চাহিদা বেশি।