বিশ্বজুড়ে
মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারক মারা গেছেন
ঢাকা অর্থনীতি ডেস্কঃ মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারক মারা গেছেন।দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, মঙ্গলবার রাজধানী কায়রোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯১ বছর বয়সী এই নেতা।এর আগে, গত শনিবার মোবারকের পূত্র আলা জানান, তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। গত জানুয়ারিতে তার অস্ত্রপচার হয়েছিলো।
হোসনি মোবারক ১৯৮১ সালে মিশরের প্রেসিডেন্ট হয়ে টানা তিন দশকের বেশি সময় ক্ষমতায় ছিলেন। ২০১১ সালে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন সাবেক এই প্রেসিডেন্ট। আরব বসন্তের সময় সরকারবিরোধী আন্দোলনে মোবারকের নির্দেশে পুলিশ ও সেনাবাহিনীর গুলিতে নিহত হয় অন্তত ৮৫০ বিক্ষোভকারী।
এর পর পরই ক্ষমতাচ্যুত হন তিনি। ওই বছরের এপ্রিলে বন্দী করে বিচারের মুখোমুখি করা হয় তাকে। ২০১২ সালে যাবজ্জীবন কারাদণ্ডও দেয়া হয় মোবারককে। ২০১৩ সালে সামরিক অভ্যুত্থানের পর, ২০১৭ সালে সব অভিযোগ থেকে হোসনি মোবারককে অব্যাহতি দেওয়া হয়।
/এন এইচ