দেশজুড়েপ্রধান শিরোনাম
মিরপুরের একটি ভবন লকডাউন
ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর মিরপুরের একটি ভবন লকডাউন করে দিয়েছে পুলিশ। ওই ভবনে সদ্য বিদেশ থেকে আসা কয়েক প্রবাসী ও তাদের পরিবারের লোকজন রয়েছেন। সেই ভবনের একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে গতকাল রাতে ডেলটা মেডিকেল হসপিটাল এ, এবং আরো চার জন আইসিইউ তে।
শনিবার (২১ মার্চ) পুলিশের মিরপুর জোনের উর্ধতন এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুর-১ এর টোলারবাগ এলাকার একটি ভবন লকডাউন করে রাখা হয়েছে।ওই ভবনের কোনো বাসিন্দাকে বাইরে যেতে কিংবা বাইরে থেকে কাউকে ওই ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, “করোনাভাইরাসে এক ব্যক্তির মৃত্যুর পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই বাড়িটি লকডাউন করে দেওয়া হয়। ওই বাড়িটিতে কানাডা ও জাপান থেকে আসা কয়েকজন প্রবাসী রয়েছেন।ওই বাড়িটির চারিদিকে কড়া পুলিশ প্রহরার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।
স্থানীয়রা জানান, ওই ভবনে অন্তত ৩০টি পরিবার বসবাস করে।
/এন এইচ