দেশজুড়েপ্রধান শিরোনাম

মিরপুরের আগুন নেভাতে পানি সংকটে ফায়ার সার্ভিস কর্মীরা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর মিরপুর ৭ রূপনগর থানার পেছনে চলন্তিকার মোড়ে বস্তিতে লাগা আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। পানি সরবরাহে বেগ পেতে হচ্ছে তাদের।

বহুতল ভবনের রিজার্ভ ট্যাঙ্কিতে পানির পাইপ লাগিয়ে মেশিনের সাহায্যে পানি অগ্নিকাণ্ডস্থলে পৌঁছানোর চেষ্টা করছে ফায়ার কর্মীরা।

রূপনগর বস্তি, চলন্তিকা বস্তি, ৭ নম্বর আরামবাগ বস্তির মাঝ বরাবর লাগছে আগুন। এ আগুন ক্রমেই ছড়িয়ে পড়ছে। প্রায় ১০ হাজারের মতো ঘর আছে বস্তিগুলোতে।

ক্ষতিগ্রস্তরা বাইরে আহাজারি করছেন। চলন্তিকার মোড়ের সবকটি রাস্তায় সাধারণ যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এর আগে শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

 

Related Articles

Leave a Reply

Close
Close