দেশজুড়েপ্রধান শিরোনাম

মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৯৪

ঢাকা অর্থনীতি ডেস্ক :

মিয়ানমারে আঘাত হানা ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৯৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১৬৭০ জন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুমান করেছে যে, ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে যেতে পারে। এদিকে, ভূমিকম্পের পর আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ।
ধ্বংসস্তূপে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারের জন্য শনিবার সকাল থেকে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো দেশটিতে পৌঁছাতে শুরু করেছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়। এতে মিয়ানমারের পাশাপাশি প্রতিবেশি থাইল্যান্ডেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ভূমিকম্পে নিহতের পাশাপাশি ব্যাপক ভবন ধসের ঘটনা ঘটে।  অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পটি এতই শক্তিশালী যে এর তীব্র প্রভাব অনুভূত হয় বাংলাদেশ, চীন, থাইল্যান্ড এবং ভিয়েতনামেও।
ইউএসজিএসের মতে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মিয়ানমারের মান্দালয় শহর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে। উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের ১২ মিনিট পর ৬ দশমিক ৪ মাত্রার একটি আফটারশক হয়।
মিয়ামারের রাজধানী নেপিদো থেকে তোলা ছবিতে দেখা গেছে, ভূমিকম্পে সরকারি কর্মচারীদের থাকার জন্য ব্যবহার করা একাধিক ভবন ধ্বংস হয়েছে এবং ধ্বংসস্তূপ থেকে ক্ষতিগ্রস্তদের উদ্ধার করা হচ্ছে।
এদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের কেন্দ্রস্থলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের কয়েক ঘণ্টা পরে মিয়ানমার এবং থাইল্যান্ডের উদ্ধারকর্মীরা জীবিতদের খুঁজে বের করার জন্য লড়াই করছেন।
মিয়ানমারের মানুষের ঠাঁই হয়েছে রাস্তায়। তারা ঘরের ভেতরে যেতে ভয় পাচ্ছেন বলেও জানানো হয় প্রতিবেদনে।
ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত মান্দালয়ের একটি উদ্ধারকারী দল বিবিসিকে জানিয়েছে, ‘আমরা খালি হাতেই ধ্বংসস্তুপ থেকে মানুষদের বের করছি।’
এদিকে, মিয়ানমারের সামরিক সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইং বলেছেন যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ‘যেকোনো দেশকে’ সাহায্য ও অনুদানের জন্য এগিয়ে আসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
অন্যদিকে, থাইল্যান্ডের রাজধানীতে, একটি নির্মাণাধীন ৩৩ তলা ভবন ধুলোর সঙ্গে মিশে গছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে মানুষের চিৎকার ভেসে আসে এবং তাদের দৌড়াতে দেখা যায়।
ভবনটি ধসে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৯০ থেকে ১১০ জন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়।
সূত্র: বিবিসি, সিএনএন, আল জাজিরা

Related Articles

Leave a Reply

Close
Close