বিশ্বজুড়ে

মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ল

ঢাকা অর্থনীতি ডেস্ক: মিয়ানমারে সামরিক জান্তা সরকার জারি থাকা জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে। গতকাল বুধবার (৩১ জানুয়ারি) দেশটির জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ এ সিদ্ধান্ত নেয়। তবে বিলম্বে হলেও নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে জান্তা সরকার। খবর এএফপির।

এএফপির প্রতিবেদনে জানা গেছে, চলমান জরুরি অবস্থা জানুয়ারির শেষের দিকে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবার জান্তা পরিচালিত ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কাউন্সিল জাতির অবস্থা নিয়ে আলোচনা করার জন্য বৈঠক করে। এতে সিদ্ধান্ত নেয়া হয় যে, দেশ এখনও স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি।

মিয়ানমারের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এমআরটিভির খবরে বলা হয়েছে, মিয়ানমারের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা কাউন্সিল মিং অং হ্লেইংয়ের অনুরোধে দেশের জরুরি অবস্থার সময় বাড়ানো হয়েছে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close