বিশ্বজুড়ে
মিয়ানমারের বন্দর শহর দখলের দাবি আরাকান আর্মির
ঢাকা অর্থনীতি ডেস্ক: গতকাল বুধবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে মিয়ানমারের গুরুত্বপূর্ণ বন্দর শহর পাউকতাও দখলের দাবি করেছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। রাখাইন রাজ্যের পশ্চিমাঞ্চলীয় এ শহরটি দখলের দাবি করে গোষ্ঠীটি। খবর এএফপি ও এনডিটিভির।
আরাকান আর্মি জানায়, শহরটির বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে তারা। এর আগে, গত নভেম্বরেও শহরটির আংশিক দখল নেয় বিদ্রোহী গোষ্ঠীটি।
গত দুই মাসের বেশি সময় ধরে এলাকাটিতে দেশটির জান্তা বাহিনীর সাথে লড়াই করছে আরাকান আর্মি। শহরটিতে প্রায় ২০ হাজার বাসিন্দা রয়েছে।
উল্লেখ্য, গত অক্টোবর থেকে দেশটির বিভিন্ন প্রান্তে জান্তা প্রশাসনের সাথে বিদ্রোহীদের লড়াই চলছে। ইতোমধ্যে, দেশটির সেনাশাসিত সরকার বেশকিছু অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে।
/এএস