দেশজুড়েপ্রধান শিরোনাম

মিন্নিকে কারাগারে চিকিৎসাসেবা

ঢাকা অর্থনীতি ডেস্ক: বরগুনায় প্রকাশ্যে রিফাত শরীফকে হত্যার ঘটনায় গ্রেপ্তার স্ত্রী মিন্নিকে চিকিৎসা দিয়েছে সিভিল সার্জন অফিসের একদল চিকিৎসক।

শুক্রবার ( ২৬ জুলাই) সকালে কারাগারে গিয়ে মিন্নিকে চিকিৎসাসেবা দেন তারা। পরে মিন্নির শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসক জানান, মিন্নির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। শারীরিকভাবে সুস্থ আছেন মিন্নি। কিন্তু চোখের সামনে এমন ঘটনা ঘটায় মানসিকভাবে কিছুটা অসুস্থ মিন্নি। কারাগারেই মিন্নিকে পর্যাপ্ত চিকিৎসাসেবা দেয়া হবে বলেও জানান চিকিৎসক।

এদিকে কারাগারে মিন্নিকে সঠিক চিকিৎসা দেয়া হচ্ছেনা বলে অভিযোগ তার বাবা মোজাম্মেল হোসেন কিশোরের।

চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি রিমান্ড শেষে রয়েছেন কারাগারে। গত ১৯ জুলাই রিফাত হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর থেকে তাকে বরগুনা জেলা কারাগারে রাখা হয়।

Related Articles

Leave a Reply

Close
Close