বিশ্বজুড়ে

মিনায় হজ পালনকারীদের জন্য এবারে বহুতল তাঁবু!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সৌদি আরবের ইতিহাসে এবারই প্রথম মিনায় হজ পালনকারীদের আরামদায়ক অবস্থানের সুবিধার্থে বহুতল তাঁবু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে দেশটির হজ কর্তৃপক্ষ।

বহুতল তাঁবু নির্মাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্বাস কাতানি জানান, ‘বহুতল তাঁবু নির্মাণের ফলে মিনার সংকীর্ণ এলাকায় অধিক হজ পালনকারী অবস্থান ও বিচরণ সহজ হবে। প্রচণ্ড ভিড় ও কষ্ট কমে যাবে।

হাজীদের জন্য মিনায় স্থাপিত হাজার হাজার তাবু

সৌদি সরকার ও হজকর্তৃপক্ষ কর্তৃক গৃহীত হজের সেবার মান বৃদ্ধিতে এটিও একটি পদক্ষেপ। আল্লাহর মেহমানদের উন্নতি সেবা নিশ্চিতে গৃহীত ভিশন ২০৩০-এর আরেকটি লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জিত হতে যাচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য যে, যে কোনো দুর্যোগ তথা অগ্নিকাণ্ড প্রতিরোধ ব্যবস্থাসহ নানান প্রতিকুলতায় সহজে তা থেকে বের হওয়া এবং তাঁবুগুলো উন্মুক্ত করার আধুনিক ব্যবস্থা রাখা হবে।

বহুতল তাঁবু নির্মাণ করা হলে অন্যান্য বছরের ন্যয় হজ পালনকারীদের কষ্ট হবে না। সহজে, নিরাপদে মিনায় অবস্থান করে সুন্দরভাবে নামাজ, আদায় কংকর নিক্ষেপসহ সব কাজেই স্বাচ্ছন্দ্যবোধ করবে হজ পালনকারীরা।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close