দেশজুড়েপ্রধান শিরোনাম

মিতু হত্যা: সাবেক এসপি বাবুলের বিরুদ্ধে শ্বশুরের মামলা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ শেষ পর্যন্ত স্ত্রী মিতু হত্যা মামলায় আসামি হলেন সাবেক পুলিশ সুপার বাবুল আকতার। বাবুল আকতারসহ ৮ জনকে আসামি করে নতুন একটি মামলা করেছেন মিতুর বাবা মোশাররফ হোসেন।

বুধবার (১২ দুপুরে) পাঁচলাইশ থানায় মিতুর বাবা এ মামলাটি করেন।

মিতুর বাবা মোশাররফ হোসেনের দায়ের করা মামলার এজাহারে বলা হয়, বাবুল আকতারকে এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবেই চিহ্নিত করা হয়েছে। সে সাথে আগের মামলায় গ্রেফতার হওয়া কিলিং মিশনের সদস্য মুসা, কালু, অস্ত্র সরবরাহকারী এহেতাশামুল ভোলা, তার সহযোগী মুনীর, মোটর সাইকেল সরবরাহকারী সাইদুল আলম সিকদার ওরফে সাক্কু, শাহজাহান, আনোয়ার এবং ওয়াসিমকে আসামী হিসাবে রাখা হয়েছে।

বাবুল আকতারের নির্দেশে মুসা এই হত্যাকাণ্ডের পরিকল্পনার পাশাপাশি কিলিং মিশনের নেতৃত্ব দিলেও আইন শৃঙ্খলা বাহিনী এখনো তার খোঁজ পায়নি। আরও দু’জন আগেই পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছিল। পুলিশ কর্মকর্তা বাবুল আকতার চট্টগ্রামে দায়িত্ব পালনের সময় মুসা ছিল তার বিশ্বস্ত সোর্স। মিতু হত্যাকাণ্ডের পর বাবুল আকতার তাকে ফোন এবং এসএমএস দিয়েছিল বলে নিশ্চিত হয়েছে পিবিআই।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close