বিশ্বজুড়ে
মিগজাউমের প্রভাবে বিপর্যস্ত ভারতের তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ
ঢাকা অর্থনীতি ডেস্ক: মিগজাউমের প্রভাবে ভারী বৃষ্টি, ঝড় আর আকস্মিক বন্যায় বিপর্যস্ত ভারতের তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকা।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত প্রাণ গেছে কমপক্ষে ৯ জনের। স্থানীয় সময় দুপুরের দিকে আঘাত হানবে সাইক্লোনটি। এই মুহুর্তে অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করছে সাইক্লোনটি। এ পরিস্থিতিতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।
এরইমধ্যে, মিগজাউমের প্রভাবে সৃষ্ট ঝড়, ভারী বৃষ্টি এবং বন্যায় বিপর্যস্ত তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন শহর। তামিলনাড়ুর চেন্নাইসহ কয়েকটি শহরের পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে। বন্যায় ডুবে গেছে শহরগুলোর বেশিরভাগ এলাকা। বন্ধ রয়েছে চেন্নাই বিমানবন্দর। ট্রেন ও মেট্রো চলাচল সেবাও স্থগিত করা হয়েছে।
ভারী বৃষ্টি এবং বন্যার কারণে বন্ধ রাখা হয়েছে সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান। সৃষ্ট জলোচ্ছাসে অনেক নিচু এলাকাতে ডুবে গেছে ঘরবাড়ি।
/এএস