দেশজুড়েপ্রধান শিরোনাম

মা-ইলিশ ধরায় মানিকগঞ্জে ৩৭ জেলে আটক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মা-ইলিশ রক্ষায় মানিকগঞ্জের যৌথ অভিযানে ৩৭ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ২ লাখ মিটার কারেন্ট জাল, ১৫টি মাছের ট্রলার, ২ মণ ইলিশ উদ্ধার করা হয়।

বুধবার (২৩ অক্টোবর) পদ্মা-যমুনায় জেলা প্রশাসন, জেলা মৎস্য বিভাগ ও নৌ-থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।

জানা গেছে, বুধবার রাত ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত জেলা প্রশাসন, জেলা মৎস্য বিভাগ ও নৌ-থানা পুলিশের যৌথ অভিযানে ৩৭ জেলে, ২ লাখ মিটার কারেন্ট জাল, ১৫টি মাছ ধরার ট্রলার, ২ মণ ইলিশ উদ্ধার করা হয়েছে। এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসক এম এম ফেরদৌস।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ জানান, ৩০ তারিখ পর্যন্ত প্রতিদিন অভিযান পরিচালিত হবে।

আটকরা বেশির ভাগ মৌসুমি জেলে ও পাবনা, ফরিদপুর জেলার বাসিন্দা দাবি স্থানীয় প্রশাসনের।

Related Articles

Leave a Reply

Close
Close