বিশ্বজুড়ে
মায়ের জন্য পাত্র চেয়ে মেয়ের বিজ্ঞাপন
ঢাকা অর্থনীতি ডেস্কঃ মায়ের জন্য পাত্র চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়েছেন এক মেয়ে। এই ঘটনা ভারতের।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, আইনের ছাত্রী আস্থা ভার্মা মায়ের জন্য পাত্রের খোঁজে টুইটারে পোস্ট দিয়েছেন।
টুইটারে গ্রুমহান্টিং হ্যাশট্যাগ দিয়ে তিনি লিখেছেন, ‘মায়ের জন্য ৫০ বছরের একজন হ্যান্ডসাম পুরুষ খুঁজছি। তাকে অবশ্যই নিরামিষভোজী হতে হবে। মদ্যপান চলবে না। এবং প্রতিষ্ঠিত হতে হবে।’
আস্থা ভার্মার পোস্টে এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার লাইক পরেছে, মন্তব্য করেছেন ৬ হাজার জন। এমন উদ্যোগে অনেকে প্রশংসা করেছেন, জানিয়েছেন সাধুবাদ। তবে কেউ কটূক্তিও করেছেন।
আস্থা ভার্মার পাত্র খোঁজার কাজে মা যে সঙ্গে আছেন, পোস্ট করা ছবিতেই তা স্পষ্ট। সেখানে তার মাকে বেশ হাস্যেজ্জ্বল দেখা যাচ্ছে।