প্রধান শিরোনাম

সোনাক্ষী সিনহা গ্রেফতার!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সোনাক্ষী সিনহাকে প্রকাশ্যে গ্রেফতার করা হয়েছে! কি অবাক হচ্ছেন নিশ্চয়? অবাক হওয়ার কিছুই নেই। ইতিমধ্যে সেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যা নিয়ে শোরগোল পড়ে গেছে।

দুই হাত পেছনে নিয়ে হ্যান্ডকাফ করা ভিডিওতে সোনাক্ষীকে চিৎকার করে বলতে শোনা যাচ্ছে, ‘আমায় এভাবে গ্রেফতার করতে পারেন না, আমি কিছু করিনি, আমি ইনোসেন্ট…।’

ভিডিওতে দেখা যাচ্ছে, রুপালি গাউন পরে রয়েছেন সোনাক্ষী। কিন্তু কেন তাকে গ্রেফতার করা হচ্ছে, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। ভারতীয় গণমাধ্যমের খবর, একটি সংস্থার পক্ষ থেকে সোনাক্ষীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের প্রেক্ষিতেই কি অভিনেত্রীকে গ্রেফতার করা হয়? তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

তবে কোনো সিনেমার প্রমোশনের জন্যও সোনাক্ষী ওই ভিডিও আপলোড করেছেন বলেও জোর গুঞ্জন শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

De la tragedie la comedie: 5 spectacole de familie care
Close
Close