বিনোদন
মাস্ক পরায় ট্রোলের শিকার পরিণীতি চোপড়া !
ঢাকা অর্থনীতি ডেস্ক: কখনও কখনও পোশাকারের কারণে ট্রোলের শিকার হয়েছেন বলি অভিনেত্রী পরিণীতি চোপড়া। তবে এবার তিনি মাস্ক পরায় ট্রোলের কবলে পড়লেন। করোনাভাইরাস নিয়ে ফ্যানদের সাবধান করতে মাস্ক পরে ফটোশুটের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর নেটিজনদের কাছে হাসির খোরাক হলেন তিনি!
সোমবার (১০ ফেব্রুয়ারি) টুইটারে তিনটি ছবি পোস্ট করেছেন পরিণীতি। পোস্টে দেখা যাচ্ছে সাদা মাস্কে ঢাকা মুখ। পরনে ক্যাজুয়াল শার্ট আর নীল ডেনিম। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘স্যাড, কিন্তু বর্তমান পরিস্থিতি এমনটাই।’ করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কে অনুরাগীদের সতর্ক করতেই ওই পোস্ট করেছিলেন অভিনেত্রী।
ছবি পোস্ট করার পরই স্যোশাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করছেন খানিকটা রাগ নিয়েই। অনেকে মন্তব্য করছেন, লোকে করোনাভাইরাসে মারা যাচ্ছে আর তিনি কিনা ‘পোজ’ দিয়ে ফটোশুট করছেন। দেশে যখন বিভিন্ন বিষয় নিয়ে জোর তোলপাড় শুরু হয়েছে, সেই বিষয়ে নিজের কোনও বক্তব্য না রাখতেই মুখে মাস্ক পরেছেন পরিণীতি। কেউ আবার বলতে শুরু করেন, জবড়িয়া জোড়ি মুখে থুবড়ে পড়ার পর, সেই লজ্জা থেকে বাঁচতে মুখ ঢেকে ফেলেছেন অভিনেত্রী। কেউ লিখছেন, এই অস্থির অবস্থায় ফটোশুটের কি আদৌ প্রয়োজন ছিল পরিণীতি? কারও মন্তব্য একটু বেশিই নির্দয়। তাকে অসহিষ্ণু এবং করোনাভাইরাসের সঙ্গেও তুলনা করে উড়ে এসেছে ব্যক্তিগত আক্রমণও।
যদিও নেটিজেনদের জোরাল আক্রমণের মুখে পড়েও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি পরিণীতি চোপড়া।