দেশজুড়েপ্রধান শিরোনাম

মাস্ক না পরায় জরিমানা গুনলেন ৪০ পর্যটক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কিশোরগঞ্জের নিকলীতে নিষেধাজ্ঞা অমান্য ও মাস্ক বব্যাহার না করায় ৪০ পর্যটককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার উপজেলার নিকলী বেড়িবাঁধ পর্যটন কেন্দ্রে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) আসফিয়া সিরাত।

তিনি জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে নিকলী বেড়িবাঁধ এলাকা পর্যটকদের জন্য নিষিদ্ধ ঘোষণা করে উপজেলা প্রশাসন। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের শত-শত পর্যটক এসে ভিড় জমাচ্ছিলেন। পরে শুক্রবার সেখানে অভিযান চালানো হয়। এ সময় মাস্ক না পরায় ৪০ পর্যটককে ২০ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

এর আগে ৩ জুলাই সকালে ওই বেড়িবাঁধ পর্যটন এলাকায় দুই দফায় অভিযান চালান নিকলীর ইউএনও শামসুদ্দিন মুন্না। এ সময় পর্যটকদের নিয়ে ঘুরে বেড়ানোর অপেক্ষায় থাকা শত-শত ইঞ্জিনচালিত নৌকা ও স্পিডবোট বেড়িবাঁধ থেকে সরিয়ে দেন। এছাড়া বেড়িবাঁধ এলাকায় গড়ে ওঠা খাবারের দোকানগুলোকে শুধুমাত্র পার্সেল সরবরাহের নির্দেশ দেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close