দেশজুড়েপ্রধান শিরোনাম
মাস্ক ছাড়া ঢোকা যাবে না নিউমার্কেটে
ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দুই মাস পর পুনরায় খুলছে ঢাকার ব্যস্ততম নিউমার্কেট। ঐতিহ্যবাহী এ মার্কেট খুললেও বেশ কিছু নিয়ম মেনে ক্রেতাদের ঢুকতে হবে। বিশেষ করে মাস্ক ছাড়া কেউ ঢুকতে পারবে না। শুক্রবার (২৯ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।
তিনি বলেন, স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে ঢাকা নিউমার্কেটের চারটি গেটের মধ্যে তিনটি খোলা থাকবে এবং একটি বন্ধ থাকবে। তিনটি গেটের মধ্যে দুটি ক্রেতাদের প্রবেশের জন্য এবং একটি বের হয়ে যাওয়ার জন্য খোলা থাকবে।
আমিনুল ইসলাম শাহীন জানান, মার্কেটে প্রবেশ করার সময় জুতা জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখা হবে। এছাড়া, মাস্ক পড়ে এবং জ্বর মেপে ক্রেতাদের প্রবেশ করতে দেয়া হবে। মাস্ক না থাকলে প্রবেশ করতে দেয়া হবে না। যাদের মাস্ক থাকবে না, তাদের জন্য বাইরে কিছু মাস্কের ব্যবস্থা থাকবে। সেখান থেকে কিনে নিয়ে মাস্ক পড়ে ঢুকতে পারবেন।
তিনি আরো বলেন, আমরা মার্কেটের ভেতরে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হবে। সেজন্য ওয়াশ বেসিন বসানো হবে বিভিন্ন জায়গায়। এছাড়া, প্রবেশ মুখে হ্যান্ড সেনিটাইজারের পাশাপাশি প্রত্যেকটি দোকানের সামনে হ্যান্ড সেনিটাইজ করার ব্যবস্থা রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
/এন এইচ