করোনাবিশ্বজুড়ে

মাস্ক ও জীবাণুনাশক বিতরণ করায় গ্রেফতার ৬!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনাকালে সবচেয়ে প্রয়োজনীয় হলো ফেস মাস্ক ও জীবাণুনাশক। তবে আফ্রিকার দেশ ক্যামেরুনে এই মাস্ক ও জীবাণুনাশক বিতরণকালে ছয় জনকে গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ।

জানা গেছে, আটক ছয় জন ক্যামেরুনের সরকার বিরোধী দলের সদস্য। তারা প্রধান বিরোধী দলীয় নেতা মাউরিচ কামটোর সমর্থক।

মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়, গত সোমবার ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দের একটি ব্যস্ত মার্কেটে ফেস মাস্ক এবং জীবাণুনাশক বিতরণকালে ছয় জনকে গ্রেফতার করা হয়।

ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া দেশটিতে করোনা প্রতিরোধের জন্য বিরোধী দলগুলোর ফান্ড সংগ্রহ এবং ত্রাণ বিতরণ নিষিদ্ধ করেছেন।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close