বিনোদন

মাসুদ রানা’র নায়িকা এবার ক্যাটরিনার বোন ইসাবেলা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ শ্যুটিং শুরুর আগেই নানা কারণে আলোচিত জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ‘মাসুদ রানা’। বলিউড স্টার শ্রদ্ধা কাপুর এ সিনেমায় অভিনয় করবেন এমন খবর বেশ কিছুদিন চাউর ছিল। পর, মাসুদ রানাকে না করে দেন শ্রদ্ধা। এবার চমক জাগানিয়া খবর নিয়ে এলো টিম ‘মাসুদ রানা’। সিনেমাটিতে মাসুদ রানার নায়িকা হিসেবে অভিনয় করতে যাচ্ছেন ক্যাটরিনা কাইফের ছোট বোন ইসাবেলা কাইফ।

এখন পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠান অফিসিয়াল বিবৃতি না দিলেও বিশ্বস্ত সূত্রে জানা গেছে এই তথ্য। আগামী ১৬ অক্টোবর বলিউডে অভিষেক হচ্ছে ইসাবেলার। এরপর ১ নভেম্বর ‘মাসুদ রানা’ সিনেমার শ্যুটিংয়ে অংশ নেবেন তিনি। মাসুদ রানা সিনেমার বলিউড ডিস্ট্রিবিউশনের দায়িত্বে থাকবে ইরোস নাউ। গল্পের মাসুদ রানা, রুপা ও সোহেল চরিত্রে এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস পিয়া ও সাঞ্জু জনের নাম শোনা যাচ্ছে।

 

/আরকে

Related Articles

Leave a Reply

Close
Close