ঢাকা অর্থনীতি ডেস্কঃ মাশরাফীর বিদায়ী সংবর্ধনা নিয়ে কোনো নাটক নয়। মাশরাফী যখনই বোর্ডকে জানাবে, তাকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দেবে বিসিবি। এমনটাই নিশ্চিত করে বলেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান। শুধু তাই না। জানুয়ারি থেকে ক্রিকেটারদের নতুন বেতন কাঠামোর চুক্তিতেও রাখা হবে ম্যাশকে।
সমর্থকরা জানান, কোনো সফল ক্যাপ্টেন ভালো বিদায় নিতে পারেনি। এমনিতেই অবসর নিয়ে নিছেন। এজন্য মনে হয় মাশরাফিকে সম্মান দেওয়া উচিত।
সমর্থকদের এমন তীব্র দাবির কারণও আছে। কিছু দিন আগে যখন বিসিবি সভাপতি মাশরাফীকে ডেকেছিলেন তার অবসরের সিদ্ধান্ত জানতে, তখন মাশরাফী জানিয়েছেন ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দুই মাস সময় চান তিনি।
এরপর থেকেই ক্রিকেট পাড়ায় কানাঘুষা। ভবিষ্যতে ম্যাশকে আনুষ্ঠানিক বিদায় জানাবে না বোর্ড। এমন প্রশ্নে যখন ভারী দেশের ক্রিকেট আকাশ তখন ব্যাপারটি পরিষ্কার করলেন বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
তিনি বলেন, ‘পাপন ভাই মাশরাফির সঙ্গে প্রায় আধা ঘণ্টার মতো কথা বলেছে। ও যখনি বিদায় নেবে আমরা তাকে সেই সম্মানটা দেবো।’
শুধু তাই না। জানুয়ারি থেকে ক্রিকেটারদের নতুন বেতনের চুক্তিতেও থাকছেন মাশরাফী।
/আরএম